STORYMIRROR

Md Bakibillah

Others

4  

Md Bakibillah

Others

দিন বদলের গান::

দিন বদলের গান::

1 min
1.0K

নিভছে আলো কুঁড়েঘরে, উনুন জ্বালাও দায়,

পেটের জ্বালায় কাঁদছে শিশু,আহা কি উন্নতি ভাই।

আচ্ছা দিনের দোহাই ছিলো দিন বদলের গান,

সব জনতা পেয়ে যাবেন পনের লক্ষ ধন।

স্বপ্ন দেখান সবার, দেবেন রামরাজ্য আবার,

সোনার পাথর বাটি দিলেন উপহার।


মরুক কৃষক, মজুর, মুটে বাড়তে থাকায় দেনা,

মরুক শিশু হাসপাতালে অক্সিজেন বিনা ।

রামের নামে ভোট হয়ে যায়, কি আর বলো চায় ?

লাগান লড়াই রাম-রহিমে ভোট যে বড়ই বালাই।


দশলাখি স‍্যুট পরে, নেতা যে দেন ভাষণ, 

গরিব-মুটে- মজুরদেরও মিত্র সম্ভাষণ।

আহা, কান্না গলায় ভাষণ দিয়ে মন যে করেন জয়,

থাক না খিদে, জ্বলুক পেট, নেতার কি বা দায়?

যতই ভাগেন বিজয়-ললিত,নীরব মদি  ভাই...

ধর্মপ্রান মানুষ মোরা, ধর্মের রক্ষক ই যে চাই.....!!!


Rate this content
Log in