দিবাস্বপ্নের নীল বিষ
দিবাস্বপ্নের নীল বিষ


একটা নাম আমার দিবাস্বপ্ন ছিল --
সে আমার স্বপ্ন খেয়েছে,
নিদ্রা খেয়েছে,
আমাকে রিক্ত করেছে!
নেশা না করেও আমি মাতাল,
উন্মাদ না হয়েও আমি পাগল!
সে জানেই না --
সে আমায় হত্যা করেছে --
আমি এক জীবন্ত শব!
জানি, এখনও উপায় আছে --
ফাঁদ ছিঁড়ে বেরিয়ে আসবো তাই!
নীল আকাশ কত আপন
গাছ পাখি ফুলেরা কত সুন্দর ---
কত ভালোবাসে আমায়!
নদীপাড়ে বসলে
আমার সাথে কথা ফুরোয় না তার।
যে সম্পর্ক গুলোয় ধুলো পড়েছে
সে গুলো ঝাড় মোছ করে নেবো --
জীবনের অফুরন্ত আনন্দের উৎস
ওখানে নীরবে কাঁদছে!
আমার না একটা মিষ্টি স্বপ্ন আছে --
একমুখী দিবাস্বপ্নের নীল বিষে
সেই স্বপ্নকে তিল তিল করে
মরে যেতে দেবো না।
জেনে শুনে স্নায়ু পঙ্গু বিষে
নিজেকে নির্জীব হতে দেবো না!
আমি হাসলে --
আমার পানে চেয়ে হাসার জন্য
কতজন উন্মুখ হয়ে আছে!