ধুলো
ধুলো


আমার দুপাশ বেয়ে মস্তিষ্কে উঠছে উদভ্রান্ত পোকাদের দল
যেকোনো বিপন্ন সময়ে ওদের প্রথম মনে পড়ে আমার কথাই
ক্রমশ এগিয়ে যাচ্ছে নিজেকে লুকোতে
ঘরের পরে ঘর
আবার খোলা বারান্দায় কখনো রোদ্দুরে ঝলসে যাচ্ছে পা
এদিকে কারা ছুঁচ ফুটিয়ে রেখেছে নিজের চৌকাঠে
নির্ভরতায় বুকে হেঁটে গেলে ক্ষতবিক্ষত হচ্ছে শরীর
আমিও নিভিয়ে রেখেছি ভিতর ঘরের সমস্ত কৃত্রিম আলো
প্রতিটি গহ্বরের ভিতরে আসলে রাখা আছে শিরস্ত্রান
তবুও আলোর উৎসপথে সমস্ত পোকাদের শরীরে লেগে আছে দেয়ালের ধুলো