STORYMIRROR

Kausik Chakraborty

Fantasy

3  

Kausik Chakraborty

Fantasy

ধুলো

ধুলো

1 min
514


আমার দুপাশ বেয়ে মস্তিষ্কে উঠছে উদভ্রান্ত পোকাদের দল

যেকোনো বিপন্ন সময়ে ওদের প্রথম মনে পড়ে আমার কথাই

ক্রমশ এগিয়ে যাচ্ছে নিজেকে লুকোতে

ঘরের পরে ঘর

আবার খোলা বারান্দায় কখনো রোদ্দুরে ঝলসে যাচ্ছে পা


এদিকে কারা ছুঁচ ফুটিয়ে রেখেছে নিজের চৌকাঠে

নির্ভরতায় বুকে হেঁটে গেলে ক্ষতবিক্ষত হচ্ছে শরীর


আমিও নিভিয়ে রেখেছি ভিতর ঘরের সমস্ত কৃত্রিম আলো

প্রতিটি গহ্বরের ভিতরে আসলে রাখা আছে শিরস্ত্রান 

তবুও আলোর উৎসপথে সমস্ত পোকাদের শরীরে লেগে আছে দেয়ালের ধুলো


Rate this content
Log in