ছোটবেলা
ছোটবেলা
ছোটবেলার দিনগুলো আজ গেছে হারিয়ে
তবু যেন দেখা দেয় মনটাকে ভরিয়ে!
ছোটবেলায় হাসি ছিল, আর ছিল শুধু গান
আমার খুশিতে খুশি হয়ে ভরত মায়ের প্রাণ।
ছোটবেলায় মায়ের আঁচল ধরে করতাম নালিশ
আজ কাঁদি মুখ গুঁজে ধরে নিজের বালিশ।
ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে খেতাম যখন আচার
বড়বেলাতেও আছে আচার, কিন্তু খেতে লাগে না ততটা মজার।
ছোটবেলায় করতাম শুধু, পড়া পড়া খেলা
আজ তাই কাজের মাঝেই কেটে যায় গোটা বেলা।
ছোটবেলায় বকা খেলে মায়ের কাছে গিয়ে
বলতাম , আমায় রাখো গো মা, তোমার বুকে জড়িয়ে।
আজ হয়না সেই কথা বলা, বেড়েছে অনেক দায়িত্ব
তবুও যেন কোথাও আছে ছোটবেলার অস্তিত্ব!
ছোটবেলায় ভাবতাম শুধু, বড় কবে হবো
আজ ভাবি বড় হয়ে, ছোট হয়েই আমি রব।
ছোটবেলায় শাস্তি ছিল ছোট্ট কান মলা
বড়বেলার শাস্তির কথা লাগে নাকি বলা?
স্কুলে যখন মায়ের সাথে যেতাম ছুটে ছুটে
বড় হয়ে চললাম আমি, একা পথেই ঘাটে ।
ছোটবেলাটাই ছিল ভালো, আজ ভাবি আমি
ছোটবেলার মতো আর হয়না কিছু দামী!
তাই ছোটরা, বলি শোনো, বড় হতে কভু চেও না
বড় হলেই বুঝবে তখন বড়বেলার বেদনা!
