STORYMIRROR

Nurul Hoque

Others

2  

Nurul Hoque

Others

চাই বৃক্ষ-বৃক্ষশোভিত ভালোবাসা

চাই বৃক্ষ-বৃক্ষশোভিত ভালোবাসা

1 min
1.0K

যখন শুনি একটা গাছ লাগানো হয়েছে

হোক না তা অরণ্যের ভেতর, 

কিংবা সপ্তবর্ণা আলোর উদ্ভাসে ভরা 

          শহরের ফুটপাতে 

খুব ভালো লাগে আমার। 

বৃক্ষের অভাবে পাখিরা আজ নির্বাসিত 

ভোরের পাখির কিচিরমিচির শব্দে

এখন আর আমাদের ঘুম ভাঙ্গে না!

ক্ষুধার্ত মানুষের অস্ফুট চিৎকারে প্রতিদিন প্রত্যুষেই

নড়ে ওঠে আমাদের হৃদয়ের কড়া!

বুলেটের নির্মম শব্দে আমরা জেগে উঠি চকিতেই

অস্বাভাবিক মৃত্যু ভয়ে কুঞ্চিত হই অহর্নিশ ।

অথচ আমরা চেয়েছিলাম ভীতি শূন্য নির্মল ভালোবাসা 

চেয়েছিলাম বৃক্ষ আর বৃক্ষশোভিত ভালোবাসা।


চিরহরিৎ বসন্তবর্ণিল এদেশে

প্রতিদিন গড়ে উঠুক স্কুল,

সুন্দরের ভেতর অনিত্য লালিত হোক

আমাদের সন্তানেরা....

বন্ধুময় অমেয় বাতাসে ফুলে উঠুক আমাদের বিদীর্ণ চিত্ত।

আমাদের হৃদয়ের অনাবাদি জায়গাটুকু,

ভরে যাক ভালোবাসার কচি কোমল বৃক্ষচারায়।


Rate this content
Log in