বৃষ্টিপ্রেম..
বৃষ্টিপ্রেম..


বৃষ্টি মানে প্রেম পাওয়া মন
মনকেমনিয়া হৃদয়পুরে
অবাধ্য চোখ জানলার কাঁচে
তোমায় খুঁজছে বারেবারে....
বাদলফোটায় সতেজ সবুজ
অন্তঃপুরের কুঞ্জকানন
ঝুলনদোলা দুলছে হাওয়ায়
থমকে আছে মন দেওয়া ক্ষণ....
আদুলগায়ে শ্রাবণ ধারায়
বৃষ্টি স্বত্বা চুইয়ে পড়ে
বিবসনা বৃষ্টি আদর
তোমায় চাইছে এই আসরে....
বৃষ্টি মাতে আমায় নিয়ে
দফায় দফায় আটটি প্রহর
বুকের ঘরে রক্তকমল
পাপড়ি খোলে মন সরোবর....
বৃষ্টি মানে যুগল ভেজা
প্রথম ছোঁওয়ার অনুভূতি
শুভদৃষ্টির স্নিগ্ধ পরশ
ধুয়ে যায় সব চ্যুতি বিচ্যুতি....
বৃষ্টি খোলা জানলার ছাট
চোখের পরে, বুকের পরে
তুমি মানে আমার কাছে
অঝোরধারে আষাঢ় ঝরে....
দ্বিপ্রহরের একান্ত ক্ষণ
বৃষ্টি আসে তুমি বেশে
পদ্মদীঘির উপচানো জল
ছড়িয়ে থাকে আকুল কেশে....
আঙুল চুইয়ে নামতে থাকে
ঝরতে থাকে ফোটায় ফোটায়
পদ্ম-আঁখির গভীর টানে
বৃষ্টিগন্ধ ভ্রমর জোটায়....
বৃষ্টি মানে তোমার চোখে
নতুন করে খুঁজে পাওয়া
পুরোনো প্রেমের নবীকরণ
দুই হৃদয়ের একলা হওয়া....
বৃষ্টি মানে মেঘলা আকাশ
জড়িয়ে থাকে তোমায় ঘিরে
তোমার অতলস্পর্শী টানে
আষাঢ় ঝরে শ্রাবণ নীড়ে...