বৃষ্টি ভেজা সেই দিন
বৃষ্টি ভেজা সেই দিন


সেদিনও নেমেছিল বর্ষা, স্বঘোষিত ছুটির উন্মাদনায় মেতেছিল মন,
অজানা গন্তব্যে কাগজের নৌকো ভাসানোর বৃষ্টি ভেজা সেই দিন;
সেই জল থইথই মুখর দিনের ভেসে যাওয়া আর ভাসিয়ে দেওয়া,
স্মৃতির ক্যানভাসটা অচেনা আজ, এখন বর্ষা নামা খুব সহজ নয়।
বয়সের দ্রাঘিমা বাস্তবকে চিনিয়েছে, খুঁজে ফিরি আবেগের খাতা,
মনের গভীরে মেঘের খাঁজে খাঁজে শুধু বিন্দু বিন্দু জমেছে সংশয়,
বৃষ্টি ভেজা সেই দিনের ক্যামেরায় তোলা মুহূর্তগুলো আজ বানানো,
পারদস্তম্ভে বেড়েই চলে স্ফুটনাঙ্কের চাপ, বর্ষা নামা খুব সহজ নয়।
ওয়েদার কোটে মোড়া জীবন-দেওয়াল, পরাজিত বৃষ্টি পিছলে যায়,
ওফেলিয়া হাত ছাড়ে আজও, হ্যামলেট প্রতি মুহূর্তে একাই মরে যায়;
একলা মেঘ থমকে দাঁড়ায়, অভিমানী বৃষ্টিধারা দুঃখ পুষেই বিবাগী,
জেনো, বৃষ্টিও আজ প্রাক্তন, আসলে বর্ষা নামা কিন্তু খুব সহজ নয়।
মরুভূমি কাল ছিল বেঙ্গালুরু, আজ খরা পৌঁছে গেছে সুদূর চেন্নাই,
বৃষ্টি ভেজা সেই দিন সকলের অগোচরে নিরুদ্দেশ হয়ে গেছে আজ,
ফুল ফুটুক কিংবা না ফুটুক, আমরা তো চিরকাল ক্যাকটাস বিলাসী,
জল সংকটে ধুঁকছে জীবন, জেনো, এখানে বর্ষা নামা খুব সহজ নয়।
তবু আমার শহরে ছিটেফোঁটা বৃষ্টি, যদিও সেদিনের ইচ্ছেবৃষ্টিরা অধরা,
ছুটন্ত সেডান আমার জামায় ছিটোয় কাদা, তবু আমি কিন্তু নির্বিকার;
শেষ পাতাটা উল্টিয়ে দেখো, হয়তো কিছুটা বিবেক হাতে রয়ে গেছে,
সেই মান আর হুঁশের প্রত্যাবর্তন ক্রমশ, যদিও বর্ষা নামা খুব সহজ নয়।
ফুটিফাটা প্রান্তরের বুকে ভরুক সবুজ, আবার নামুক বর্ষা নজিরবিহীন,
তৃষ্ণাবারিতে প্রাণের সিঞ্চন, আবার আসুক ফিরে বৃষ্টি ভেজা সেই দিন।।