Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Utso Bhattacharyya

Abstract Tragedy

5.0  

Utso Bhattacharyya

Abstract Tragedy

বর্ণহীন শৈশবে রঙ

বর্ণহীন শৈশবে রঙ

1 min
269



     দারিদ্র্যের ছাপ সর্বত্র স্পষ্ট৷

        জীর্ণ দুয়ারের পিছে লুকানো যত কষ্ট!

             রঙিন শৈশব মাতে রঙের খেলায়;

        কিছু শিশু শ্রমে তবু সেই ডুবে রয়!

        বছর শেষে রঙের উৎসব আবার ফিরে আসে৷

        সাতরঙা রঙ ছড়ায় কি সে, বর্ণহীন আকাশে?

        আন্তরিকতায় রঙিন হোক সেই বেরঙা শৈশব—

        নির্বাক যত কষ্টরা, সবাই হতে চায় সরব৷

        বর্ণহীন শৈশবে রঙ আসবে নেমে যেদিন—

        রঙের এই উদযাপন পূর্ণতা পাবে সেদিন!



Rate this content
Log in

More bengali poem from Utso Bhattacharyya

Similar bengali poem from Abstract