বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ
1 min
297
চারা গাছ লাগাও ভাই চারা গাছ লাগাও
যত্ন করে তার চারপাশে তারের বেড়া দাও
দেখো কি সুন্দর বাড়ছে মোদের চারা গাছ
ধীরে ধীরে চারাগাছটি হবে যে মহীরুহ
অম্লজানে ভরিবে সে যে চারিপাশ
সানন্দে বাঁচবে তোমরা সবাই
তাই দোহাই তোমাদের দোহাই
পৃথিবীকে কর সবুজ শ্যামল
লাগাও লাগাও গাছ
বায়ুমণ্ডলের প্রদুষণ যাবে কমে
নিরোগ হয়ে বাঁচবে সবাই
উপায় করো গো তাই
গাছের মহিমা জানো নাকি ভাই
গাছ যে পরম বন্ধু
এমন বন্ধু পাবে না কো ভাই
ধরে রাখ চিরতরে তাই ।।
