বন্ধু আমার
বন্ধু আমার
1 min
206
পাহাড়ের মাথায় বাদল মেঘের সারি
বন্ধু আমার তোকে আমি ভুলতে নারি
এলোমেলো এই সেই বাদল বাতাসে
তুই যে আছিস আমার মনের আকাশে
ছেলেবেলায় একসাথে স্কুলে যাওয়া
কত হাসিখুশি ,কত যে গান গাওয়া
একদিন অজানা আকাশে দিলি পাড়ি
কোন অভিমানে আমাদের গেলি ছাড়ি
আজও তোর হাসিমাখা মুখখানি
আমার মনপ্রাণ সব নেয় গো টানি
তোর সাথে বিতানো সেসব দিনগুলি
স্মৃতির জানালা ধীরে ধীরে যায় খুলি
তুই কি সত্যিই পারিস যেতে দূরে
তোর স্থান যে আমার মন মন্দিরে।।
