বিশ্বকর্মা
বিশ্বকর্মা
1 min
9
স্বর্গরাজ্যের শিল্পকার তুমি
তোমার হাতের ছোঁয়ায়,
স্বর্গ সুষমা দিয়েছো ভরে
প্রভু তোমার সর্জনায়।
কন্যা সংক্রান্তিতে জন্ম তোমার
নাও আমাদের প্রণাম,
সৃষ্টি রচয়িতা প্রভু বিশ্বকর্মা
হে শিল্পী ভগবান।
সংসার সর্জনা শিল্প কারখানা
সবই যে তোমার দান ,
তোমার হাতের স্পর্শে প্রাণ পায়
যেখানে যত নির্মাণ ।
বিশ্বকর্মা হে বিশ্ব নির্মাতা
অপূর্ব তোমার কলা নৈপুণ্য
মানুষ তোমার করছে পুজো,
তুমি যে অনন্য ।
দাও গো আশীষ শিল্পী যাদুকর া
মানব মন নির্মাণ করো
সুন্দর সুষমা ভরে যাক হৃদয়ে
অবসাদ বিলীন করো ।