আমি মহাকাল
আমি মহাকাল
1 min
260
কোন অনন্ত যুগ থেকে আমার স্থিতি
এই মর্ত্যে পাতালে বৈকুন্ঠে,
আমার ক্ষয় নেই,আমি অজয়, অমর।
আমার ইচ্ছেতে হয় নূতন সৃষ্টি,
আমার ইচ্ছেতে মহা প্রলয়,
তবুও এই মানব জাতি নিজেকে ভাবে ঈশ্বর।
করে চলে ধ্বংসের খেলা,
অতি অমানুষিক ভাবে,
এই পৃথিবী পৃষ্ঠে ।
কেন সে ভাবতে পারে না
অসহায় অবস্থায় এই জগত থেকে
বিদায় নেবে শূন্য হাতে ।
ধন সম্পদ অর্জন করতে ফুরায় বেলা
জানতে পারে না সে
অদৃষ্টে নিয়তি হাসছে ।
যেদিন বুঝবে,সেদিন সময়
থাকবে না আর,সব ফুরিয়ে যাবে,
থাকবে তুমি মহাকালের হাতে
শুধুমাত্র খেলনা সেজে।
তরঙ্গের ভিতর থেকে ভেসে আসবে
আর্ত চিৎকার - রক্ষা করো
ধ্বনি মিলিয়ে যাবে মহাকালের বক্ষে।