খেয়ালী মন
খেয়ালী মন

1 min

377
খেয়ালী মনের আলসেমিতে
ভাবের রাজ্যে ঘুরি,
কখনো গিয়ে চাঁদকে ছুঁয়ে
মনের কথা বলি ।
নরম হাতের মুঠোয় এসে
স্বপ্নে থেকে যায়,
পূর্ণিমা রাত দেবে সে আমায়
প্রতিশ্রুতি দেয় হায়!
নীল আকাশে থাকার জন্য
কত আনন্দ ডাকে,
তারাফুল আঁকা চাদর পেতে
সাথে থাকার কথা ভাবে।
কখনো সে যায় লুকিয়ে
আমাবস্যা তিথিতে,
আমার মন আঁধার হয়
আলো খুজতে খুঁজতে