STORYMIRROR

Manjula Acharya

Others

4  

Manjula Acharya

Others

হে নেতাজী

হে নেতাজী

1 min
394


হে স্বাভিমানের জ্বলন্ত প্রতিমা

ভারত মাটির সুযোগ্য স্তবক

তোমার ওজস্বীনি সুবাসে বিভোর

এই ভারত ভূমির আত্মা!

নীরব স্থাণু হে দেশের বিদ্বান 

রক্তের বদলে স্বাধীনতা।

তোমার প্রতিশ্রুতির নাদ ছিল

গড়েছিলে আজাদ হিন্দ ফৌজ,

অসম্ভব শব্দের স্থান ছিল না 

 তোমার অভিধানে - 

রানা হুংকার দিয়ে মাটি মা 

 তোমার বজ্রবাণীর প্রকম্পনে ।

তুমি তো এই মাটির লেলিহান অগ্নিচিতা

দিয়েছিলে দিল্লী চলো ডাক,

ধন্য তোমার ফৌজি বেশ 

নিঃশর্ত সমর্পিত হৃদয় তোমার 

কোথায় চলে গেলে হয়ে রহস্যময় 

নৈরাশ্যের মধ্যে তুমি দেখিয়েছিলে

স্বাধীনতার নব সূর্য উদয় ।।


Rate this content
Log in