অশেষ অশ্রু
অশেষ অশ্রু
1 min
36
এই চোখ কত যে স্বপ্ন মেখে
আশার সাগর তীরে,
চিন্তা চেতনার ভাবের নৌকায়
ভেসে চলে নিরন্তরে ।
আবেগ মমতা জীবন সংহিতা
অশেষ অশ্রু ধরে,
কখনো ঝরে যায় ঝরঝর হয়ে
মরমে যাতনা ভরে।
মনের দুঃখ হৃদয়ের ব্যথা
আবেগের শিহরণ,
এত বেদনা ভরা এত সম্বেদনশীল
ব্যথিত মন পরাণ।
আহত মনে ব্যথিত প্রাণে
অশেষ অশ্রু ঝরে,
পারাদের চেয়েও ভারি অশ্রু
ছলছল টলমল করে ।।