আশা
আশা
1 min
262
তুমি এসেছিলে আদ্য আষাঢ়ে
মৌসুমী বার্তা নিয়ে,
পৌষের শীতে ফিরে গেলে আবার
বসন্তে আসার কথা দিয়ে ।
বসন্ত এলো আবিরের রঙে
কোকিলের কুহুতানে,
চতুর্দিকে ফুলের সুবাস ছড়িয়ে গেল
মৃদু মলয়ের মধুর গানে।
বসে আছি তোমার পথ চেয়ে
নিরাশায় কাটে দিন,
পথ ভুলে গেলে নাকি তুমি
কাটতে থাকে বিনিদ্র রজনী।
বিষাদে আমার কাটে দিন
মনে জাগে ভীতি,
তবুও আশার সঞ্চার হয়
হৃদয়ে আছে বলে প্রীতি ।