মধু মুহূর্ত
মধু মুহূর্ত
1 min
32
মধু মিলনের মধুর মুহূর্ত
যেন শেষ না হয় ,
মধুর পরশ মধুর হরষ
যেন হারিয়ে না যায় ।
মধুর মধুঝরা হাসি
যেন না ফুরায় ,
মধু রাগিণীর মধুর কাহিনী
যেন ভুলতে না হয় ।
সব মধুর নির্যাস মধুর
মধুতে মধু থাকে,
মৌমাছির মধু চুম্বনে
শুধু অনুরাগের ছবি আঁকে ।
মধুমাসে যাবে এলে মোর পাশে
মধুর বাণী বলে ,
মোর মন মধু চুরি করে
মধু বার্তা দিয়ে গেলে।
তুমি মোর জীবনের মধুর মূর্চ্ছনা
তুমি মধু মাখা নাম,
তোমার নামের মধুর গুঞ্জনে
কাটে মোর দিনমান ।।