ভগ্ন বীণার সুর
ভগ্ন বীণার সুর

1 min

404
জীবনটা এক মিথ্যা প্রতিশ্রুতি
ভগ্ন বীণার স্বর,
কখনো বাজে শিব পঞ্চাক্ষরী
কখনো হরহর ।
কখনো চলাপথ সুগন্ধ পুষ্পিত
কখনো বা কন্টকিত,
জঞ্জাল যন্ত্রণা ভরা প্রতিকূল
কখনো রোমাঞ্চিত পথ।
মগ্ন প্রত্যাশার মিষ্টি গন্ধে
কল্পনার কোটি চিত্র,
নিভে নিভে যায় আয়ু শেষে
পড়ে থাকে শূন্য পাত্র।
আদ্য যৌবনে আশার আকাশে
উদিত ভাস্কর জ্যোতি,
দিবসের শেষে প্রশমিত প্রাণ
তিমির পরশে ক্ষিতি ।
অস্থায়ী সাম্রাজ্য শেষ শ্রাবণে
লুটিয়ে পড়ে জলাধারে,
এমনি এ জীবন এক মুঠো অগ্নিতে
শেষ হয় সাত সুরে ।।