প্রেম
প্রেম

1 min

301
ফুলগুলো সব আমায় দিয়ে
নিও ফুলের গন্ধ,
মনের সকল দুঃখ মুছে
ভরুক সুখের ছন্দ।
দুঃখ কষ্ট আমায় দিয়ে
থেকো তুমি সুখে,
প্রেম পিয়াসি ভালোবাসা
দেবো তোমার বুকে।
সারা জীবন প্রেম সাগরে
যাব মোরা ভেসে,
ছায়ার মতো থাকবো পাশে
ভালো তোমায় বেসে ।
তুমি আমার মন বাগিচায়
স্বপ্ন সুখের আশা ,
হাজার বছর তোমায় নিয়ে
বাঁধবো প্রেমের বাসা ।।