STORYMIRROR

Manjula Acharya

Others

4.0  

Manjula Acharya

Others

প্রেমমুগ্ধা

প্রেমমুগ্ধা

1 min
42


সেই নদীর তীরে বসলে

চোখের সামনে ভেসে ওঠে কত কাহিনী

জলে কত আঁচড়ের দাগ

সাগরে জোয়ার উঠলে কেমন

 প্রেমমুগ্ধা হয়ে যায় সে !

রিমঝিম সুরে বর্ষা নাচে কখনো কখনো 

 এই শ্রাবণে,

 অঙ্গে ভরা শিহরণ 

কদমের রোমাঞ্চ

পাগল বাতাস কানে কানে কি সব বলে

সে জানে ।

কেউ একজন বাঁশী বাজাচ্ছে কি কোথাও

না ঝাউ বনের শব্দ শোনার যাচ্ছে 

নদীর চেয়ে চিরন্তন প্রেমিকা কে আছে

দিনরাত দৌড়তে থাকে মিলন পিয়াসী 

আনন্দে

আলিঙ্গন করে সমুদ্র 

কখনো বিপ্রলব্ধ ,আবার কখনো বাসর সজ্জা

কখনো নর্তকী আবার কখনো অভিসারিকা

সেজে ,ঢেউকে টেনে আনে বুকের উপর 

মোহিনী মায়ায়।

কত ভাঙ্গা জাহাজের ডেক

 পড়ে আছে তীরে স্মৃতি হয়ে 

নদী দেখে হেসে ফেলে 

 কাঁদে না অতীতের স্মৃতিতে

সে তো একটি পাগলী মেয়ে ।

তার মাথা থেকে কখনো মুছে যাবে না সিঁদুর, ভাঙবে না হাতের শাঁখা,

এইরকম প্রেমমুগ্ধা হয়ে থাকবে চিরকাল 

ঋতুর পরে ঋতুর চৌকাঠ পেরিয়ে ।।



Rate this content
Log in