STORYMIRROR

Manjula Acharya

Others

4  

Manjula Acharya

Others

মনটা আমার

মনটা আমার

1 min
306


মরুভূমি হয়ে গেছে মনটা আমার,

বৃষ্টির প্রতীক্ষায় ধূলোমাখা প্রান্তর ।

নীরবতা যেন আজ তপ্ত বালির মতো,

খুঁজে ফিরি আশ্রয়,একটুকু ছায়ার ।

মরুভূমি হয়ে গেছে মনটা আমার,

খুঁজে ফিরি সুখ পাখি,নীরব প্রান্তর ।

বালির ঢেউয়ে ঝরে পড়ে সব আশা,

বিষাদে ভরা সব,তবু জাগে পিয়াসা ।

জীবনের রুক্ষ প্রান্তরে চলি একা একা,

চোখের কোণায় শুধু মরীচিকার ছোঁয়া।

পায়ের তলায় বুঝি শুকনো পাতার পথ,

তবু আনমনে খুঁজে ফিরি শান্তির রথ ।


Rate this content
Log in