নির্জন বনানীর সুর
নির্জন বনানীর সুর

1 min

223
শুনেছ কি কখনো নির্জন বনানী
সুর তুলতে পারে তার?
নিশব্দ প্রহরে শোনা যায় যখন
শব্দ পাতার মর্মর।
কল কল নাদে বয়ে যায় নদী
ঝরণা নাদ ঝংকার ,
সবুজ গাছের পাতার পেছনে
মধুর কোকিলের ওঁকার ।
ডানা নেড়ে পাখি যবে
আকাশে উড়ে যায়,
দূর তাল বনে চড়ুই বাসাটি
হাওয়ায় দোল খায়।
সব শব্দের মিলিত সুরে
একাকার হয়ে যায়,
বানানীও হাসে খুব ধীরে ধীরে
গুণগুণ শব্দ তায়।।