চলে যাবে ফিরে
চলে যাবে ফিরে

1 min

151
মরু বালি সম এসেছিলে তুমি
ধূলো ঝড় হয়ে উড়ে যাওয়ার জন্য ,
অজান্তে কবে শিলা হয়ে গেলে
হৃদয়ে থাকার জন্য ।
শুষ্ক তরু ছিলে পল্লবিত হলে
শাখায় শাখায় পাতা মেলে,
কার পরশে সুবাসিত হলো
যত সব ফুল পাপড়ি খুলে ।
সরাগে বিরাগে আবার অনুরাগে
তোমার জন্য মন আকুল হয়,
বোঝো না কি তুমি মনের বেদনা
সব সময় শুধু নিরাশ হয়।
এসেছিলে তুমি চলে যাবে ফিরে
মধুর স্মৃতির পরশ দিয়ে,
দূরের বন্ধু তুমি দূরে যাবে রয়ে
আমার চোখের জল দেখবে না।।