বিশ্বজোড়া রবি
বিশ্বজোড়া রবি
1 min
370
বিশ্বজোড়া রবি
স্মরজিৎ দত্ত
ভোরের রবি পুব গগনে
ঐ জাগালো নতুন বোল।
পাখিরা সব উঠল মেতে
আবার জাগল বিশ্ব ভূবন।
রাতের পরে দিন আসবে
আবার দিনের পর রাত।
এমন ভাবেই বিশ্ব চলে
চলে সকল জীবন অবিরত।
