বইমেলা
বইমেলা


বইমেলা হল মানুষের সাথে
বইয়ের মিলনের মেলা,
কারোর অপেক্ষা দীর্ঘ বৎসরের,
কারো কাছে খেলা।
হাজার ধরনের মানুষ আমরা,
হাজার রকম ভাবনা;
বই পড়ে কেউ জ্ঞানী হন,
কারোর স্ট্যাটাস কেনা
,
ভিন্ন জাতি, ভিন্ন মত,
ভিন্ন আমাদের রুচি,
কারোর রোজগারের চিন্তা,
কারোর জ্ঞানের গতি।
সবাই মিলে মহা আনন্দে
মিলি একসাথে,
ধাক্কাধাক্কি কিংবা গুঁতো,
বিনামূল্যে তাও আছে।