বিজয়গাথা
বিজয়গাথা


গেরুয়া আর সবুজের, তর্ক চলেছিল জোর।
চশমা আঁটা, গম্ভীর মুখের সারি গুলো,
ব্যাস্ত ছিল যুক্তি আর পাল্টা যুক্তির লড়াইয়ে।
ইতিহাসের নিক্তিতে, মাপা হচ্ছিলো,
বিশ্বাস আর দাবির গভীরতা।
সেই ইতিহাসের বয়ানে, লেখা ছিল,
শুধুই পাথর আর চুন সুরকির হিসেব।
তখন বন্ধ বিচার কক্ষের বাইরে,
অগুনতি কালো মাথার সারি।
তাদের স্লোগান আর পাল্টা স্লোগানে,
হয়তো, কেঁপে উঠেছিল আইনের এজলাসও।
তবুও কালো কাপড়ে, চোখ ঢেকে রাখা বিচারক,
ভাবলেশহীন মুখে শুনিয়েছিলেন বিচারের রায়।
জয়ের উল্লাসে, ঢাকা পড়ে গেছিলো,
বিজিতের গুমরে ওঠা দীর্ঘশাস।
নায়ক, খলনায়ক, বিবেক , বিচারক আর ,
বিজয়ীর বিজয়গাথা লেখা কবিয়াল,
একে একে ফিরে গেছিলো সবাই।
ভারী হয়ে বাতাসে তখন, ভাসছে জয়ের আবীর।
আর সেই আবীর রাঙা পথের ধুলোয়,
ঝাঁপসা হয়ে আসা দুটো চোখ,
খুঁজে চলেছে, সন্তর্পনে ভুলে যাওয়া রক্তের দাগ।