STORYMIRROR

Bipattaran Misra

Others

1  

Bipattaran Misra

Others

ভারতের চন্দ্র মিশন

ভারতের চন্দ্র মিশন

1 min
678

প্রচেষ্টা সফল না হলে

প্রচেষ্টা করা উচিৎ নয় ---

এমনই বলতে চায় কতজন। 

সেদিন ভারতীয় বলে 

আমি গর্বিত ছিলাম! 

আমার দেশ সাহস দেখায় ---

চাঁদের দূর দক্ষিণ মেরু অভিযানে! 

মিশন সফল তো হবেই ---

আজ, কাল, অথবা অন্য কোনোদিন। 

নিন্দুক বলে, ঘরে ভাত নাই --

চাঁদ চাওয়া শখ!

শ্মশানচারী ত্যাগী ভোলানাথ তবে 

কেন চাঁদ নিয়ে ঘোরে? 

ইদের চাঁদ এতো মূল্যবান কেন? 

গান গল্পে কেনো চাঁদ চাঁদ আদিখ্যেতা? 

চাঁদ কাকে কোন্ দিন একফালি রুটি দিয়েছিলো? 

আমি ভারতবাসী, তাই গর্বিত!

আনন্দে উদ্বেলিত! 

যখন সারা পৃথিবী দেখছিলো ---

ইসরোর মহাসৃষ্টি, ল্যাণ্ডার বিক্রম 

বীর বিক্রমে নামতে চলেছিলো চাঁদে ---

নামলো, তবু, আহা! 

শেষ মুহূর্তটুকু কেনো কোমল, মসৃণ হলো না! 

বিজ্ঞানী কে. শিবান এর চোখের জল ---

যেন আমার ভাইয়ের কান্না --- 

আমার মায়ের স্বপ্নপূরণ হয় নি বলে! 

তবু আমি দেখেছি ---

আমার মায়ের মুখে 

ভুবন ভুলানো হাসি! 


Rate this content
Log in