ভালোবাসার রঙে
ভালোবাসার রঙে


আমার মনের বিবর্ণ ক্যানভাসটা,
তোমার রঙে রাঙিয়ে নিতে চাই,
রঙীন বসন্ত!
আগুনে পলাশে, কৃষ্ণচূড়ার লাল সোহাগে,
রাঙিয়ে দাও তোমার রঙে,
প্রেমিক বসন্ত!
কিছু রঙ আছে আজও সাজানো,
মনের ক্যানভাসে।
কিছু আশা আজও রঙ মাখে ,
অধরা নিঃশ্বাসে।
কথা দাও বসন্ত, রাঙিয়ে দেবে চারপাশ,
একটু আবীরের সাথে,
অনেকখানি ভালোবাসা মিশিয়ে।
ভরা ফাগুনেই তুমি ভালোবেসো,
প্রেমিক বসন্ত!