বেওয়ারিশ
বেওয়ারিশ


পলু মেয়ে নয় মেয়েছেলে
কাখে শিশু , হাতে গোবোরের ঝুড়ি নিয়ে
রোদেজলে পথে পথে গোবোর কুড়িয়ে
ঘুটে দিয়ে দিন কাটে ।।
পলু মেয়ে নয় মেয়েছেলে
হাটে সব বানিজ্য শেষে
খুঁটে খুঁটে তুলে আনে আবর্জনা
পোকা লাগা বেগুন , ঢেড়স , পচা আলু , কুমড়ো ।।
পলু মেয়ে নয় মেয়েছেলে
ঝুপড়ির চাল উড়ে গেলে
প্লাস্টিকে ঢেকে দেয় অঝোর ধারা ।।
পলু মেয়ে নয় মেয়েছেলে
রেলের পুলিশ বাবু সাবান ছুড়ে দিয়ে যায়
পরিস্কার হতে বলে ।।
পলু মেয়ে নয় মেয়েছেলে
পেটের শত্তুরটা খসে পড়ে দশমাস হলে
নিজে হাতে নাড়ী কেটে দুধ দেয় মুখে ।।
পলু মেয়ে নয় মেয়েছেলে
বেঁচে থাকে , দিন কাটে সভ্য কুলে
মরে যায় বাদাবনে বেওয়ারিশ বলে ।।