অন্য প্রেমের গল্প
অন্য প্রেমের গল্প


নামে আমার "মানুষ" আছে,
যুক্ত হয়ে "বন"টা ।
কেউ বা ডাকে "বনমানুষ"
আর, কেউ বা আবার "গোরিলা"।
তোমায়- আমায় তফাৎ কোথায়?
জানি আমি,
বলবে তুমি সভ্যতায় --
বলতে পারো সভ্য তুমি,
করতে পারো বড়াই --।
আমরা কিন্তু , এগিয়ে অনেক
তোমার চেয়ে ভব্যতায় ।
তোমরা মানুষ, শ্রেষ্ঠ প্রাণী
সেটাও মানি --
তোমরা প্রেমের জাল বোন
আমার প্রেম, নিখাদ সোনা
যতই তুমি অট্টহাস !!
ধূসর কোষের আস্তরণে
পিটুইটারির খেলা চলে ।
বন্য খেলা তুমিও খেলো
আমিও জানি খেলতে ভালো।
কিন্তু বলি সভ্য রানী
অসভ্য এই জন্তুটাই, চাই না শরীর
চাইছে তোমার হৃদয়টা ......।