অনুরোধ
অনুরোধ


এ রকম কথা আর কক্ষনো মুখেতে এনো না যেন
সবাই তোমাকে কত ভালবাসে সে কথা বোঝো না কেন?
মন যাহা চায়, এই পৃথিবীতে, বল কয় জনা পায়
তাই বলে সব ছেড়ে চলে যাওয়া, আমি বলি অন্যায়।
সূর্য, চন্দ্র, তারা, জল, হাওয়া কতই না ভালবাসে
তাইতো সতত, তোমার খবর নিতে তারা ছুটে আসে।
হারিয়ে যাওয়ার কথা যেন আর কখনো না মনে আসে
সব ভুলে গিয়ে হাস একবার, যেমন ফুলেরা হাসে।