অমাবস্যা-৪
অমাবস্যা-৪


দেখা হ'য়ে ছিল কোনো এক অমাবস্যার রাতে,
বিশ্বাস ও ভরসার বন্ধনকে পাথেয় ক'রে;
অজান্তেই বলে দিয়েছিলে নীরবে কথকতা নিরবচ্ছিন্ন আকর্ষণের কড়া নেড়ে।
সমুদ্রের গভীরতা দেখেছিলাম মনের অন্দরমহলে তখনই;
অনুরাগের প্রকৃত স্বাদ ও গন্ধ এসেছিল চৌকাঠের সম্মুখে;
আমি কপাটবন্দী করেছিলাম প্রাপ্তি স্বীকার করে।
অমাবস্যার চাঁদ হ'য়ে থাকতে দেবো না আর!