আনন্দ অশ্রু
আনন্দ অশ্রু


দুঃখে জল আসে চোখে,
আনন্দে আসে কদাচিৎ।
হাই স্কুলে প্রথম যেদিন প্রথম হলাম --
অশ্রু এলো আনন্দে!
প্রাথমিকে প্রথম -- ওখানে গিয়ে --
কেউ বলেছিলো --
খাল থেকে নদীতে হারিয়ে যাবে।
কেউ বলেছিলো --
হারিয়ে না যাক,
অনুজ্জ্বল হতেই পারে।
ভয় হয়েছিলো!
মনের জোর ও হয়েছিলো!
এক বছর সাধনা করে
আমি হেসেছিলাম!
মন বলেছিলো --
আমি পেরেছি, আমি পারি!
খুশির মাঝে সহসা জল!
চেষ্টা করি আটকাতে --
পারি না!
সেই এক কাণ্ড আমার --
আজ ও মনে আছে!
সেদিন অবাক হয়েছি --
আজ বুঝি আনন্দাশ্রু!