আমি তোকে আর ভালোবাসিনা
আমি তোকে আর ভালোবাসিনা


আমি তোকে আর ভালোবাসিনা,
তাই ভুলে গেছি ১২ এপ্রিল বিকেল ৫টায়
তোকে পাঠানো প্রথম ম্যাসেজটা।
আমি ভুলে গেছি যে
তুই মেকাপ করতে এতো ভালোবাসিস যে,
তোর বন্ধু রোজ তোর জন্যে অপেক্ষা করে।
আমার একদম মনে নেই যে
কোল্ড কফি তোর এতটাই পছন্দ,
কাউকে খেতে দেখলে তোরও
মন ছটফট করে খাওয়ার জন্য।
আমার মনেই নেই তোর প্রিয় রংটা কী?
শুধু কিছু কিনতে গেলেই
অজান্তেই কালো রংটা খুঁজতে থাকি।
এতটাই তোকে ভুলে গেছি যে
আগের মতো টিন্ডার
ইনস্টল করেছি,
কিন্তু এবার সবাইকে শুধু লেফট সোআইপই করেছি।
আমার তোর জন্মদিনটাও মনে নেই,
তাই ৩১শে আগস্টে
তোকে মেসেজ করারও ইচ্ছে নেই।
আমি সত্যি ভুলে গেছি,
কোন জিনিস সবথেকে চায় তোর মন,
কিন্তু, ফ্লিপকার্ট এর সার্চ হিস্ট্রিতে
শুধু ব্যাগ আর জুতোর সমাগম।
না তোকে আর একদম ভালোবাসি না,
তাই চোখ বন্ধ করলে আর তোর মুখ দেখিনা।
শুধু তোকে যখন এই মন থেকে মুছতে চেয়েছি,
তোর সাথে সাথে ভালোবাসা শব্দ টাও
মন থেকে মুছে ফেলেছি।