STORYMIRROR

Nurul Hoque

Others

3  

Nurul Hoque

Others

আমার পতাকা আহা স্বদেশ আমার

আমার পতাকা আহা স্বদেশ আমার

1 min
887

সেখানে কি বৃক্ষ আছে , ফুল পাতা পাখিদের গান ?

নদীর শরীর বাঁক নিয়ে সোজা হয় গিয়ে কিছুদুর

সেখানে কি বাজে আজো টুং টাং জলের নুপুর

নিঝুম পল্লীর মতো রাত আছে ! ভারী সুনসান !


সেখানে কি দেশ আছে ? কোন দেশ,কোন সমারোহে

ঘুম যায় তন্দ্রালস কান্তিমান চাঁদের শরীর

দোল খায় নড়ে চুল ভাসমান কবিতা তরীর

সেখানে কি কবি আছে ?কাটে দিন কবিতার মোহে...


সেখানে কানন বালা নেমে আসে মুখর সঙ্গীতে

জোছনার হাত ধরে রাতভর নবান্ন উৎসবে,

নদনদী শুয়ে থাকে চক্রবালে অপূর্ব ভঙ্গীতে

প্রসন্ন শৈশব তার চোখ খোলে আশ্চর্য বৈভবে...


আমার পতাকা আহা। সব আছে তার গায়ে আঁকা

অন্ধকার কথা বলে জ্যোতিষ্মান ঋদ্ধ আংরাখা।


Rate this content
Log in