STORYMIRROR

Nabanita Patra

Others

3  

Nabanita Patra

Others

আমার জগৎজননী মা

আমার জগৎজননী মা

1 min
215

মা তো নয় আমার কালো,

সে কালোতে বিশ্ব আলো।


মায়ের ভাবে ভেসে ভেসে,

যায় যে আমার দিন কেটে।


কি সাজেতে সাজাবো তোকে,

ভাবি আমি বসে বসে।

তোর রূপের কাছেতে মা সবই যে লাগে ফিকে।


দেখে যে মা তোর রূপের বাহার,

জুড়ায় যে প্রাণ আমার।

সব তৃষ্ণা মিটে গিয়ে, শীতল হয় মন আবার।


আমার মায়ের পায়ের তলে,

এ ভূমন্ডলে সবই চলে।

দিন-রাতি হয় যে রে মা তোরই আদেশেতে।


তোর স্নিগ্ধ হাসির স্পর্শ পেয়ে,

ঝরে অশ্রু দুনয়ন দিয়ে।

আঁখি বুজলে পরে পাই মা তোকে,

খুললে নয়ন, হারাই যে তোকে।


বিষাদ ভরে মনের মাঝে,

রিক্ত হয়ে হৃদয় বাজে।

স্বপ্ন দুয়ার খুলে মাগো আয়না আমার কাছে।


Rate this content
Log in