আলেয়া
আলেয়া
অঘ্রাণে যে তারা ঝরে শেষরাতে ;
তার প্রেম নাম দেয় না কেউ....
মরা রোদে গল্পের মতো কিছু ঘুড়ি ওড়ে আকাশে,
ধুলোয় তখন বাড়ি ফেরার তাড়া,
ব্যস্ততা বেচে, বেঁচে থাকে মানুষেরা
আর শঙ্খচিল ভালোবাসে মেঘলা..
ঝাপসা চিলেকোঠায় সন্ধ্যাপ্রদীপ দেয় হারানো কিশোরীবেলা ...