আজ যে শুধুই গোলাপের দিন
আজ যে শুধুই গোলাপের দিন

1 min

305
তোমার ঠোঁটের মিষ্টি হাসি
মিষ্টি তোমার চোখের চাওয়া,
বলছি আমি আস্তে করে
আজ যে শুধুই গোলাপের দিন।
ফুটলো কুঁড়ি গোলাপ গাছে
উঠছে বেড়ে হেঁসে খেলে
জানে না সে ঝরবে পরে
প্রকৃতির নিষ্ঠুর মত্ততায়।
তোমার মনে লুকিয়ে থাকা
প্রচন্ড তেজে পুড়বো আমি
বের করো সেই প্রতাপ এখন
নইলে যে তার মূল্য কই ?
সমাজ দেখুক সমাজ জানুক
মেয়েরা যে অবলা নয়
গোলাপের ন্যায় ভালোবাসার আছে
কণ্টক রূপ বর্ম তার ।