Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Arup Kr Biswas

Others

3.8  

Arup Kr Biswas

Others

আড্ডা

আড্ডা

1 min
1.1K


ব্যস্ত দিনের ক্লান্ত ঠোঁট যেই চায়ের ভাঁড় ছুতো,

সন্ধেবেলায় রামুর দোকানে আমাদের আড্ডা বসতো।


সারাদিনে ক্লান্তির পর চায়ে প্রথম চুমুকটা ছিলো স্বর্গসুখ,

হাসি ঠাট্টায় জমে উঠতো আড্ডা, ভুলে সবার সুখ-দুখ।


থাকতোনা কোনো বিষয়ের ঠিক ঠিকানা,

যে যার মতো বলতো কেমন কেটেছে তাদের দিনখানা।


কারুর আবার রাজনীতি পছন্দ, কারুর খেলা,

তর্কে-বিতর্কে মজে উঠতো আমাদের সন্ধেবেলা।


কারুর আবার মন কেড়েছিলো অফিসের এক কলিগ,

লেগ পুলিং এর নতুন শিকার হতো আমাদের এই আড্ডার কলিগ।


বিষয় পরিবর্তনেই বাকিটা সময় কেটে যেতো,

আড্ডা চলতে চলতেই যে যার বাড়ি ফিরতো।


সবাই এখন সাংসারিক, দিতে পারেনা আর সময়,

রামুর দোকানের চা এখনো ফুটছে, শুধু আমাদের আড্ডার আশায়।


Rate this content
Log in