লেখালেখির অনুপ্রেরণা
লেখালেখির অনুপ্রেরণা


আমাদের প্রকৃতিতে এমন সব উপাদান ছড়িয়ে-ছিটিয়ে আছে, যা আমাদের লেখনী তে উৎসাহ দেয়। এইসব উপাদানকে প্রত্যক্ষ করার জন্য আমাদের চাই গভীর পর্যবেক্ষণ। প্রকৃতি লেখালেখির জন্যে সবকিছুই প্রস্তুত করে রেখেছে আমাদের সামনে। শুধু আমাদের সেগুলি খুঁজে, বসে পরতে হবে খাতা-কলম নিয়ে। যুগ যুগ ধরে আমাদের দেশে লেখালেখির অনুপ্রেরণার কোনো অভাব নেই। কিন্তু বর্তমানে লেখালেখি করা ব্যক্তির অভাব চোখে পড়ে। অনেকে ভাবেন লেখালিখি করবো, কিন্তু এই উত্তর-আধুনিক যুগের চলমানতা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। উপরন্তু ব্যাপকভাবে যন্ত্রনির্ভর সভ্যতার কুপ্রভাব আর পাশ্চাত্যের অপসংস্কৃতির অনুপ্রবেশ। তার কুপ্রভাব লেখনীর অনুপ্রেরণায় বাধাস্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই সব বাধাকে অতিক্রম করে যেসব লেখক-লেখিকা এবং পাঠক- পাঠিকারা লেখালেখি করছেন বা লেখা পড়ছেন তার দরুন লেখালেখির অনুপ্রেরণার মাঝে আসা সব বাধা অতিক্রম করা সম্ভব হচ্ছে। আর 'স্টোরি মিরর'-এর মতো প্ল্যাটফর্ম আগামী প্রজন্মকে লেখালেখি করতে প্রচণ্ড উৎসাহ দিচ্ছে। লেখালেখির অনুপ্রেরণার ক্ষেত্রে 'স্টোরি মিরর'-এর ভূমিকাকে কখনোই অস্বীকার করা যায় না। তাই আসুন, আমরা সবাই এই প্লাটফর্ম এর সাথে যুক্ত হয়ে সমাজের সর্বস্তরে এক বিরাট লেখক শ্রেণী গঠন করি।