একজন আদর্শ শিক্ষক
একজন আদর্শ শিক্ষক
লেখিকা: হুমায়রা জান্নাত মীম
আজ দুহার স্কুলে নতুন বিজ্ঞানের টিচার আসবেন।
দুহার ক্লাসের সবাই খুব আগ্রহ ভরে অপেক্ষা করছে নিউ টিচারের জন্য। ক্লাস টাইমে হেড স্যার ঢুকলেন সাথে আরেকজন মানুষ ও আছেন।
হেড স্যারঃ স্টুডেন্টস, আজ আমি তোমাদের নতুন একজন টিচারের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সাথে যাকে দেখছো ইনি হলেন সেই নতুন টীচার। ওনার নাম ফাহাদ ইসলাম। তোমাদের নতুন সাইন্সের টিচার। ফাহাদ, এই ক্লাসে তুমি পড়াবে। তুমি সবার সাথে পরিচিত হও। আমি আসছি। All the best.
ফাহাদ স্যার: Thank you sir. স্টুডেন্টস আমি তোমাদের উদ্দেশ্য কিছু বলতে চাই। আমি তোমাদের টিচার। আমার দায়িত্ব হলো তোমাদের জ্ঞানের পথ দেখিয়ে দেওয়া। মানুষের মতো মানুষ করা। তাই আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সঠিক শিক্ষা দেওয়ার। তোমরা জ্ঞান অর্জন এর জন্য পড়বে। পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা ভেবে নয়। যদি সেরকম ভাবে পড় তাহলে পড়াটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। পড়াকে আনন্দের সাথে গ্রহণ করলে তা তোমাদের জন্য আনন্দের উৎস হবে। মনে রাখবে তোমরা জাতির ভবিষ্যৎ। তোমরা যদি নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করো।তাহলেই দেশকে তোমরা ভালো কিছু দিতে পারেবে। পড়ালেখার পাশাপাশি নিজের মধ্যে নৈতিক গুনের প্রসার ঘটিয়ও। যদি তা না করো তাহলে পরীক্ষায় পাশ করার পর হাতে certificates থাকবে কিন্তু মাথায় কিছু থাকবে না।
নিজেকে কখনো ছোট ভাববে না। তোমার যোগ্যতা দিয়ে তুমি কাজ করবে। life is not a bed of roses. জীবনে দুঃখ আসবেই। জীবনে সুখ দুঃখ পালাক্রমে আসে। দুনিয়া চিরস্থায়ী সুখের জায়গা নয়।চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত। আবার মানুষের জীবনের মতো মানুষের জীবনের দুঃখগুলো চিরস্থায়ী নয়। তাই কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না।জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরবে। যখন তোমাদের দুঃসময় যাচ্ছে।অনেক কষ্টকর সময় পার করছো এবং আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও যখন দেখছো আল্লাহ সাহায্য করছেন না। তখন মনে রাখবে পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নিরব থাকেন।তিনি দেখেন তোমরা কিভাবে পরীক্ষা দিচ্ছ। ঠিক তেমনি আল্লাহ ও দেখছেন তোমরা কিভাবে এই খারাপ সময়গুলো পার করছো। আল্লাহর উপর সবসময় ভরসা রাখবে।
আমাকে তোমরা নিজের বন্ধু ভাবতে পারো। নিজের বন্ধু ভেবে সব কিছু শেয়ার করতে পারো। আমি তোমাদের যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব। তোমাদের সমস্যা গুলো সলভ করার চেষ্টা করবো।কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে I am like your friend but not your friend. আমাকে বন্ধু ভেবে তোমরা তোমাদের সব সমস্যা বলতে পারো কিন্তু তোমরা বন্ধুর সাথে যে রকম আচরণ করো সেরকম আচরণ তোমরা আমার সাথে করতে পারবেনা।সকল টিচার কে সম্মান করতে শিখবে। মনে রাখবে মা-বাবার পরে তোমাদের জীবনে শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই শিক্ষকের সঠিক কথাগুলো মেনে চলবে।
.
দোহার সত্যিই খুব ভালো লাগছে। আজ দোহা মনের মত একজন শিক্ষক পেয়েছে।এরকম তো একজন শিক্ষক ও চেয়েছিল।সেটা আজ পেয়ে গেল। ফাহাদ স্যারের মতো ফ্রেন্ডলি , ভালো, বিচক্ষণ শিক্ষক আমাদের দেশের সকল শিক্ষকের হওয়া উচিত।তাহলে আমাদের দেশ শিক্ষার দিক দিয়ে কখনই পিছিয়ে থাকবে না।
