STORYMIRROR

AYAN DEY

Others

2  

AYAN DEY

Others

আতঙ্ক

আতঙ্ক

1 min
366


প্রিয় ডায়েরি : ২৬ শে মার্চ : আজ মনে ভয় খানিক বেড়েছে আবার কমেওছে । গ্রোথ রেট স্টেবিলাইজড ও পশ্চিমবঙ্গে নতুন কেস নেই সেটা ভয় কমার কারণ । কিন্তু ৪৮ ঘন্টা পর আবার নতুন কেস ধরা পড়লো । ভয় খানিক বাড়লো । অত​এব , ভয়ের পরিধি একই । গত কদিনের মতো আজও ৭টায় ল্যাপটপ নিয়ে অফিসের কাজে বসা । টুকটাক এগোচ্ছে কাজ । বাজারে হাহাকার বেড়ে যাচ্ছে শুনলাম । আশা এও রাখি , আগামী কদিনে সবটা স্থিতিশীল হবে । এরই মধ্যে , শুনলাম নাকি পুলিশের লাঠিতে একজনের মৃত্যু । বাচ্চার দুধ আনতে বেরিয়ে পুলিশ একজনকে এমন মারবে এ বিশ্বাস হতে চায় না । তবু খবর খবরের জায়গায় । পরে তা গুজবের আকার নেবে কিনা জানি না । যেখানে গর্ভবতী মহিলাকে দেখছি পুলিশ গাড়ি করে পৌঁছে দিচ্ছে হাসপাতালে , রক্তদান করতে ট্রাফিক সার্জেন এগিয়ে আসছেন সেখানে আগের খবরটি বিশ্বাস হতে চায় না । আজও ৪ টে নাগাদ কাজ গুটিয়ে বিকেলটা হাল্কা ঘুম দিলাম । ও ইতিমধ্যে ঘুমোনোর আগে সেই অসুর বলে সিরিজটার আরও দুটো পর্ব দেখলাম । রাতে অভ্যাস মতো কিছু টুকরো লেখা লিখে খেয়ে দেয়ে শুয়ে পড়লাম । ভগবানকে প্রার্থনা করে শুলাম , রোগটা শীঘ্রই যেন দেশ থেকে বিতাড়িত হয় ।


Rate this content
Log in