যদি এমন
যদি এমন


অনেকদিন পর কলেজ স্ট্রীট যাচ্ছি ।
জানি,এবারেও তুই
দাঁড়িয়ে থাকবি প্রেসি’র সামনে ।
আমাকে দেখেই তোর সেই
মন ভোলানো হাসি,আর
তারপরই রেগে বলবি – “এতক্ষণে ?”
আমি বলব – “কেন ? ঠিকই তো আছে ।
তুমি যখন দাঁড় করাও ; তার বেলা ?”
তুই বলবি – “ঘড়ি দেখ্ , কটা বাজে ,
কখন থেকে দাঁড়িয়ে আছি একলা !”
এই বলে দুজনে বেশ ঝগড়া করবো ।
তোর সাথে আমি
আর আমার সাথে তুই ।
সে ঝগড়ার থাকবে না কোনো যুক্তি বা তর্ক ।
শেষে তুই হাত টেনে বলবি – “এবার যাই ?”
এসব ভাবতে ভাবতে
প্রেসি’র সামনে এসে দেখি
তুই ই আসিস নি ।
সত্যি কি তাই , নাকি এতো লোকের মাঝে
তোকে খুঁজে পাচ্ছিনা !
না চাইতেই কি তোকে আমি
হারিয়ে ফেললাম ?
তুই আবার বলবি নাতো ?
-“আর আসছিনা” ।
ঠিক যেন মনের কথাটা পড়ে নিয়ে
আমার কাঁধে তোর নরম হাত
বলে দিল – “এই তো আমি, এলাম” ।