উড়ছে টাকা উড়ছে কড়ি
উড়ছে টাকা উড়ছে কড়ি

1 min

976
উড়ছে টাকা উড়ছে কড়ি
নয় কিছু আর হাতেখড়ি,
দুর্নিতী আর রাজনীতি
বুকের ভেতর ছড়ায় ভীতি
স্বস্তি পাবো কই!
দেশ গেল আজ রসাতলে,
কি লাভ হবে গঙ্গা জলে!
উড়ছে টাকা উড়ছে কড়ি
ঘুরায় কারা ত্রাসের ছড়ি!
বাড়ায় হইচই।