Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Debashis Bhattacharya

Children Stories

5.0  

Debashis Bhattacharya

Children Stories

উড়বো আকাশে(ছোট বাচ্ছাদের জন্য

উড়বো আকাশে(ছোট বাচ্ছাদের জন্য

1 min
334


তখন আমার বয়স ছিলো

সাত কিংবা আট

বাড়ির ছাদে দাঁড়ায়ে দেখি

উন্মুক্ত আকাশ ।


সেই আকাশে উড়ছে কত

রং-বেরংগের পাখি

গাইছে তারা আপন সুরে

ময়না, তোতা আর শালিক ।


ইচ্ছা হলো ওদের মতো

উড়বো আকাশে

কহিলাম আমি, "দাওগো বাবা,

কিনে দুটি পাখা,

সেই পাখাকেই বেঁধে পিঠে

উড়বো আকাশে ।"


হাসিয়া বাবা কহিল কাছে এসে

"কিনে পাখা বাঁধলে পিঠে

থাকবি তবু নিচে,

ভালো করে পড়লে পরে

উড়বি আকাশে ।"


Rate this content
Log in