উড়বো আকাশে(ছোট বাচ্ছাদের জন্য
উড়বো আকাশে(ছোট বাচ্ছাদের জন্য

1 min

334
তখন আমার বয়স ছিলো
সাত কিংবা আট
বাড়ির ছাদে দাঁড়ায়ে দেখি
উন্মুক্ত আকাশ ।
সেই আকাশে উড়ছে কত
রং-বেরংগের পাখি
গাইছে তারা আপন সুরে
ময়না, তোতা আর শালিক ।
ইচ্ছা হলো ওদের মতো
উড়বো আকাশে
কহিলাম আমি, "দাওগো বাবা,
কিনে দুটি পাখা,
সেই পাখাকেই বেঁধে পিঠে
উড়বো আকাশে ।"
হাসিয়া বাবা কহিল কাছে এসে
"কিনে পাখা বাঁধলে পিঠে
থাকবি তবু নিচে,
ভালো করে পড়লে পরে
উড়বি আকাশে ।"