তোমার কবিতায়
তোমার কবিতায়

1 min

108
যে কবিতায় আমি নেই,
সেটা তোমার কল্পনা হতে পারে না।
তোমার রচিত কবিতায় তো,
আমার উপস্থিতি প্রতিটি ছন্দে ছন্দে।
যে ছন্দে অনুরণন তুলবো আমি,
তোমার কল্পনার প্রতিটা ছোঁয়ায়,
নতুন করে সৃষ্ট হবো আমি।
তোমার রচিত কবিতায়,
আমি হবো মেঘপুঞ্জ,
দেশ থেকে দেশান্তরে--
তোমার সঙ্গে উড়ে যাবো আমি।
নিজেকে নতুন করে চিনবো প্রতিক্ষণ,
তোমার কল্পনায়।
তুমি হবে আমার স্রষ্টা।
গরবিনী আমি তোমার সৃষ্টিতে,
গর্বিত তুমি সৃষ্টি সুখের উল্লাসে।