তব বাণী
তব বাণী
1 min
352
তোমার ঐ চরণে দাও মুছিয়ে হৃদয়খানি
মোর হৃদয় এতে যাও গো লিখে তোমার বাণী ।।
কত কথা মনের মাঝে
আসে যায় সন্ধ্যা সাঁঝে
কোন সে কথা রাখবো ধরি,
কারে বল আমি এবার তারি
আমি তা কেমন- ও করে ,ওগো বলো আমি জানি ।।
দিনের শেষে মনে মনে
সুখের ভবে , অভিমানে
যায় ওগো বলে আমায়
মনের শাখায় শাখায় ,,
সুধার রস মেখে নিয়ে
ওপারে মন রেখে দিয়ে
এবার তোমার কাছে আসার বেলায়
সব ছেড়ে এলাম আপন ভেলায়
চাইনে কিছু, চাইনা আমার ,এখন নিয়ে তোমায় টানাটানি ।।
