সত্যি বিকেল
সত্যি বিকেল


পড়ন্ত বেলায়, একলা ছাদে
দাঁড়িয়ে কোনো ছেলে,
বিকেল আলোয়, ছাদের জলে
পাখিরা জল খেলে।
ফুলে ফুলে উঠছে ভরে
কৃষ্ণচূড়া গাছটা,
হিমেল হাওয়ায় গা দোলাচ্ছে
কার্ণিশে বসা কাকটা।
বর্ষা শেষে, কাশের মেলায়
শরৎ এলো কাছে,
মেঘের ভেলা, পুজোর হাওয়া
দু হাত বাড়িয়ে দিয়ে ডাকছে।