স্মৃতির পাতায় দার্জিলিং
স্মৃতির পাতায় দার্জিলিং

1 min

1.1K
স্মৃতির সরণীতে ছেলেবেলার প্রতিচ্ছবি ভাস্বর,
মনের দোরে অমোঘ আকর্ষণ কড়া নাড়ে নিরন্তর।
ভ্রমণপিপাসু মন দূরের ছবিতে জীবনকথা আঁকে,
প্রথম ভ্রমণ কাহিনী আজও সমুজ্জ্বল হৃদয়ের ফাঁকে।
বিদ্যালয়ের সহপাঠীদের সাথে দার্জিলিং ঘুরে দেখা,
বাড়ির বাইরে থাকার অভিজ্ঞতা সেই থেকে শেখা।
টয়ট্রেনে চেপে পাহাড়কে প্রদক্ষিণ করার অভিজ্ঞতা,
আনমনে ফিরে পাই অনিন্দ্য সুন্দর বাস্তবতা।
কত দুষ্টুমি ভরা সেই কয়েকটি দিন আজও ভুলতে পারিনি,
পাহাড়ের সৌন্দর্য ছাড়া কোথাও কিছু পাইনি।