STORYMIRROR

Laxman Bhandary

Others

3  

Laxman Bhandary

Others

শুভ ধনতেরাস (ধন ত্রয়োদশী) কবিতা

শুভ ধনতেরাস (ধন ত্রয়োদশী) কবিতা

1 min
2

ধনতেরাসের মাহাত্ম্য

কথিত আছে, সমুদ্র মন্থনের ফলে যখন ধন্বন্তরি প্রকট হয়েছিলেন তখন তাঁর হাতে অমৃত কলস ছিল। তাই এ দিন। ধন্বন্তরীর পুজো করাকে শুভ মনে করা হয়। এদিন ধন্বন্তরী দেব ও লক্ষ্মীর পুজো করলে জীবনে কখনও অর্থাভাব থাকে না। পাশাপাশি এদিন কুবেরের পুজো করাও শুভ।


শুভ ধনতেরাস (ধন ত্রয়োদশী) কবিতা
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ঘন ত্রয়োদশী আজি পূণ্য শুভক্ষণে,
করিবে মালক্ষ্মী পূজা ভক্তি শুদ্ধমনে।
সর্বাগ্রে গণেশ পূজা কর বিধিমতে,
নির্বিঘ্নং কুরু মে দেব কহ নমস্তুতে।


তত্পরে কুবেরের করহ পূজন,
তাহার কৃপায় পাবে বহু রত্নধন।
ধন্বন্তরি পূজা কর হয়ে শুদ্ধমতি,
ধূপদীপ জ্বালি কর সবার আরতি।


স্বর্ণ অলঙ্কার আদি বিবিধ প্রকার,
ইচ্ছা হয় কিনিবার আজি সবাকার।

সোনারূপা অলঙ্কার কেহ করে ক্রয়,

দিনে দিনে ধন রত্ন তার বৃদ্ধি হয়।


ঘন ত্রয়োদশী আজি পূণ্য শুভদিন,
কাহারও নিকটে না লবে অর্থঋণ।
ধন ত্রয়োদশী কাব্য হল সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।


Rate this content
Log in